মাটির ঘর ভেঙ্গে গেছে, বগা গরু আছে, বৃদ্ধ , বগা গরু , হাস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। ১ ছেলে চায়ের দোকানে কাজ করে ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে এগিয়ে আসুন।
অসংখ্য আহত শিক্ষার্থী, শিশু এবং অন্য পেশার মানুষেরা অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি এইসকল ভাইদের চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার। ইতিমধ্যে আমরা অনেকের কাছে চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছি, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। আন্দোলনে যারা চিরতরে হাত বা পা হারিয়েছেন তাঁদের জন্য আর্থিক সহায়তা, হুইল চেয়ার এবং কৃত্রিম হাত-পা প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। আর আমাদের এই উদ্দেশ্যকে বাস্তুবায়ন করতে প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা।
আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় সরাসরি তাদের পাশে দাঁড়ান। যারা এই দেশের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন, তাঁদের এই বিপদের দিনে অন্তত চিকিৎসা সহায়তা দিয়ে পাশে থাকুন। আমাদের কাছে দুই শতাধিকেরও অধিক আহত শিক্ষার্থীর ডাটাবেস রয়েছে। আপনারা চাইলে তাঁদের সরাসরি সহায়তা দিতে পারবেন।
সাধ্যমত এগিয়ে আসুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে।
✳️অনুদান দিন-
✅বিকাশ(মার্চেন্ট- পেমেন্ট করুন) 01730482278
✅নগদ(মার্চেন্ট- পেমেন্ট করুন) 01730482279
✅যোগাযোগ ও বিকাশ(সেন্ডমানি) 01321146625
✅অনলাইনে থেকে https://www.mastul.net/donate/
রোগীর নম্বরঃ 01868130617, 01644928430
Reviews
There are no reviews yet.