r-pac এবং মাস্তুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে Girl Child Sponsorship & Development Program
- Mastul Foundation |
- February 26, 2022
r-pac এবং মাস্তুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে Girl Child Sponsorship & Development Program আয়োজনে আজ ২৫ জন মেয়ে শিক্ষার্থীকে সারা বছরের শিক্ষা এবং শিক্ষা সহায়ক উপকরণ (স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতিবক্সসহ ইত্যাদি) বিতরণ করা হয়। অনুষ্ঠানটি মাস্তুলের CSDP প্রোগ্রামের আওতাধীন হাজী আব্দুল আউয়াল বেসরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে r-pac এর পক্ষ থেকে আকলিমা ইয়াসমিন, হেড অফ এইচআর এবং আরো ৩জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। একইসাথে মাস্তুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম সংশিষ্ট কর্মকর্তাগণ।
মাস্তুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে r-pac কে জানাই অন্তরিক ধন্যবাদ নারী শিক্ষায় এগিয়ে আসার জন্য। আমরা একসাথে ভবিষ্যতে আরো অনেক শিক্ষার্থীর পাশে এভাবেই থাকতে চাই।
প্রোগ্রাম সঞ্চালনা করেন মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফারজানা আক্তার, প্রজেক্ট অফিসার। প্রোগ্রামে উপস্থিত সকল সুবিধাভোগী শিক্ষার্থী নিজ নিজ পরিচয় (নাম, অধ্যায়নরত স্কুলের নাম, শ্রেণি) প্রদান করে।
অনুষ্টানে r-pac এর পক্ষ থেকে বক্তব্য উপস্থান করেন আকলিমা ইয়াসমিন, হেড অফ এইচআর। তিনি মাস্তুলের সাথে r-pac এর একত্রে মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে কাজের সম্পর্কে সংক্ষেপে জানান। একই সাথে শিক্ষার্থীদের যেকোন সহযোগিতা প্রয়োজন হলে r-pac এবং মাস্তুল সবসময় তাদের পাশে আছে এবং থাকবেন।
r-pac এর পক্ষ থেকে মোঃ নাজিমুল হোসেন, সি. এক্সিকিউটিভ – কমার্শিয়াল, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য তাদের পড়াশোনার প্রতি আরো মনযোগী হতে বলেন। একই সাথে যেকোন প্রয়োজনে r-pac এবং মাস্তুল তাদের পাশে আছেন।
এরপর হাজী আব্দুল আউয়াল স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক ওয়াহিদ স্যার r-pac এবং মাস্তুল ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য।
সকলের বক্তব্য উপস্থাপন শেষে r-pac এর পক্ষ থেকে আকলিমা ইয়াসমিন, হেড অফ এইচআর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণী প্রোগ্রাম শুরু হয়। এরপর একে একে r-pac এবং মাস্তুল ফাউন্ডেশনকে পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সবশেষে মাস্তুলের পক্ষ থেকে কাজী রায়হায় রহমান মাস্তুলের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।