অমর একুশে বইমেলা ২০২২-এ মাস্তুলের স্টল
- Mastul Foundation |
- February 28, 2022
মাস্তুল ফাউন্ডেশন অমর একুশে বইমেলা ২০২২ সালের আয়োজনে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্টল দিয়েছে।
প্রতি বছরের পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়, যা বর্তমানে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলা। উক্ত বই মেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরও বহু রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান, যেমন: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইত্যাদি তাদের স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানও অংশ নেয়। এবারের আয়োজনে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মাস্তুল ফাউন্ডেশন অংশগ্রহণ করেছে।
বাংলা একাডেমী প্রাঙ্গণে ৬৪৩ নম্বর স্টলটি মাস্তুল ফাউন্ডেশনের। উক্ত স্টলে মূল উদ্দেশ্য মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম এবং মাস্তুল লাশ গোসলের স্থায়ী জায়গা নির্মান প্রকল্পে ও পরিকল্পনা সম্পর্কে জনসাধারনকে জানানো।