বাংলা একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাদের মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ স্বারক প্রদান
- Mastul Foundation |
- March 23, 2022
অমর একুশে বইমেলা ২০২২ এ প্রথমবারের মত স্টল পেয়েছে মাস্তুল ফাউন্ডেশন। স্টল প্রাপ্তির ক্ষেত্রে বাংলা একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতার জন্য মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ স্বারক হিসেবে গোলাপ ফুল ও ধন্যবাদ কার্ড প্রদান করা হয়। সকল কর্মকর্তার আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে, তাদের ব্যস্ততার মধ্যেও মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে সময় দিয়েছেন এবং মাস্তুলের কার্যক্রমকে প্রশংসা করেছেন। যেহেতু অমর একুশে বইমেলা প্রতি বছরের আয়োজন তাই বাংলা একাডেমি ও মাস্তুল ফাউন্ডেশনের এই পথচলা সুদীর্ঘ হবে এই কামনা করছি।
উক্ত কার্যক্রমে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে সক্ষম হয়েছে
• জনাব মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি
• ড. মোঃ হাসান কবীর, পরিচালক, অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগ
• ড. জালাল আহমেদ, পরিচালক, বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগ
• জনাব সমীর কুমার সরকার, পরিচালক (চলতি দায়িত্ব), জনসংযোগ, অথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ
• জনাব জি.এম.মিজানুর রহমান, পরিচালক (চলতি দায়িত্ব), ফোকলোর, জাদুঘর ও মাহফেজখানা বিভাগ
• ড. মোহাম্মদ হারুন রশিদ, উপপরিচালক, প্রশিক্ষণ উপবিভাগ
• ড. আমিনুর রহমান সুলতান, উপপরিচালক, ফোকাল উপবিভাগ
• ড. তপন কুমার বাগচী, উপপরিচালক, গবেষণা উপবিভাগ
• জনাব মোঃ মোস্তফা কালাম, উপপরিচালক (চলতি দায়িত্ব), পরিকল্পনা উপবিভাগ
• জনাব মোহাম্মদ মোস্তাক আহমদ, উপপরিচালক (চলতি দায়িত্ব), প্রশাসন উপবিভাগ (ক্রনিস শাখা)
• ড.এ.কে.এম. কুতুবউদ্দিন, উপপরিচালক (চলতি দায়িত্ব), বিক্রয় ও বিপণন উপবিভাগ
• জনাব রোকসানা পারভীন স্মৃতি, উপপরিচালক (চলতি দায়িত্ব), সংকলন উপবিভাগ
• জনাব মোছাঃ নাজমা আহমেদ, উপপরিচালক (চলতি দায়িত্ব), পুনর্মুদ্রণ উপবিভাগ
• জনাব ইমরুল ইউসুফ, উপপরিচালক (চলতি দায়িত্ব), পরিষদ উপবিভাগ
• মনি হায়দার, কর্মকর্তা, বাংলা একাডেমী