মাস্তুল ফাউন্ডেশন এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
- Mastul Foundation |
- April 25, 2022
গত ২৪ এপ্রিল ২০২২, রোজ রবিবার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল প্রাঙ্গনে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল এবং মাস্তুল ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমঝোতা স্বারকের বিষয়বস্তু ছিলো মাস্তুল অর্ফানেজের শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে রয়েছে দাঁত, ত্বক, রক্ত পরীক্ষা, নিয়মমাফিক ডাক্তারি পরীক্ষাসব প্রয়োজনীয় চিকিৎসা সেবায় বিশেষ ছাড় প্রদাণের বিষয়ে।
উক্ত সমঝোতা স্বারক স্বাক্ষর প্রোগ্রামে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, অপারেশন মোঃ মুরাদ হোসেন, হাসপাতালের ম্যানেজার, মোঃ শহিদুল আলম রিপন, এবং বিজনেস ডিভেলপমেন্ট, ম্যানেজার মোঃ মাসুদ খান। একইসাথে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন, কাজী রায়হান রহমান, হেড অফ বিজনেস ডিভেলপমেন্ট, সৈয়দা ফারহানা ইয়াসমিন, এবং হেড অফ কর্পোরেট এফেয়ার্স, রায়হানুল ইসলাম রুকু।
উক্ত সমঝোতা স্বারক স্বাক্ষরের মাধ্যমে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এমন উদ্যোগে এগিয়ে আসার জন্য মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালকে জানাই আন্তরিক ধন্যবাদ।