মাস্তুল স্বাবলম্বী প্রজেক্ট – ফেনী জেলার পরশুরাম উপজেলা
- Mastul Foundation |
- February 28, 2022
১৩ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায়, ফেনী জেলার পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে মাস্তুল ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট এর আওতায় ১৫০+ জনের বেশি পরিবারকে স্বাবলম্বী উপকরণ প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যার ফলে উক্ত পরিবারগুলোর একটি আয়ের উৎস তৈরী এবং তারা স্বচ্ছলভাবে জীবন-যাপন করতে পারবে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরশুরাম পৌরসভা মেয়র জনাব নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শওকত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন।
উক্ত স্বাবলম্বী প্রোগ্রামে সেবাগ্রহীতাদের শেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসায়ে সহযোগিতা, সাইকেল প্রদান ও গবাদি পশু প্রদান করা হয়েছে।
স্বাবলম্বী মাস্তুল ফাউন্ডেশনের যাকাত ফান্ডের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমাজের অসহায়দের সাহায্যের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা করা হয়।
#যাকাত #প্রজেক্টসাবলম্বী #মাস্তুলফাউন্ডেশন #ক্ষমতায়ন #স্বাবলম্বী