SMC, MASTUL Foundation, and Bidyanondo Agreement for Underprivileged People in Ramadan
- Mastul Foundation |
- March 31, 2022
রোজায় ইফতারের সময় সুবিধাবঞ্চিত দেড় লাখ মানুষের মধ্যে বিনামূল্যে টেস্ট মি-ইনস্ট্যান্ট সফট ড্রিংক পাউডার বিতরণে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন সমঝোতা চুক্তি করেছে।
পবিত্র মাহে রমজানে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশনের ‘বিনামূল্যে ইফতার বিতরণ’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এলো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশনের সাথে এসএমসি এন্টারপ্রাইজের জনপ্রিয় ব্র্যান্ড টেস্ট মি-ইনস্ট্যান্ট সফ্ট ড্রিংক পাউডার সমাজের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত দেড় লাখ মানুষের মধ্যে ইফতারের সময় বিনামূল্যে বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এসএমসি সর্বদা সমাজের উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছে। টেস্ট মি-ইন্সট্যান্ট সফট ড্রিংক পাউডার বাজারে পাওয়া যায় কমলা ও আমের দুটি মজাদার স্বাদে। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ টেস্ট মি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ লিংকঃ