বিদেশ ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশনের সম্মিলিতভাবে ইফতার বিতরণ
- Mastul Foundation |
- April 24, 2022
মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সবসময় বিদেশ ফাউন্ডেশন পাশে ছিলো। এবারের পবিত্র রমজান মাসেও মাস্তুল ফাউন্ডেশন বরাবরের মতো নিয়মিত ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে
মাস্তুল ফাউন্ডেশনের সবসময়ের সহযোগী বিদেশ ফাউন্ডেশন এই পবিত্র রমজানে একত্রে সুবিধাবঞ্চিত রোজাদার মানুষদের ইফতার করাচ্ছে।
বিদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ মাস্তুলের পাশে থাকার জন্য, এই পথচলা আরো সুদীর্ঘ হবে ইনশাআল্লাহ্ এই কামনা করি সবসময়।
এই অসহায়, দরিদ্র মানুষগুলো বিদেশ ফাউন্ডেশনের সৌজন্যে মাস্তুলের কাছে থেকে ইফতার পেয়ে যা বলেছেঃ
“বাজান, আমারো ছবি তুলেন। আজকে আমি অনেক খুশি। এইযে প্যাকেটটা, এইটার মূল্য আমার কাছে অনেক বেশি। কালকেই ছোট মাইয়াটা বলতাসিলো ওয় নাকি স্বপ্ন দেখসে বিরানি খাইতাসে। মাইয়ার স্বপ্ন পূরণ করার যে কি আনন্দ এটা শুধু বাবাই বুঝতে পারে। বুজঝো বাজান? তোমাগোরে আল্লাহ বাঁচায় রাখুক, সব বাবার স্বপ্ন তোমরা পূরন কইরো।”
“আমি তো নানির লগে থাকি। আব্বু আম্মু কই জানি না। নানি সকালে ভাত খাওয়ায় দিয়া কাম করতে যায়গা আর আমি সারাদিন খেলি এইদিকে। সন্ধ্যায় নানি এগে কিরা ইফতার আনলে ঐডা খাই নাইলে আবার ভাত খাই। আইজকার এই ইফতার রাইখা দিমু সন্ধ্যায় নানি আইলে একলগে খামু।”