বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে দাঁড়ান

নাম: অন্তর বিদ্য

আহতের ধরন-ডানপা গুলিবিদ্ধ

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি জব করে পরিবারকে আর্থিক সাহায্য করতেন। বাবার কৃষক এবং পরিবারে ৫ জন সদস্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে এগিয়ে আসুন।

অসংখ্য আহত শিক্ষার্থী, শিশু এবং অন্য পেশার মানুষেরা অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি এইসকল ভাইদের চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার। ইতিমধ্যে আমরা অনেকের কাছে চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছি, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। আন্দোলনে যারা চিরতরে হাত বা পা হারিয়েছেন তাঁদের জন্য আর্থিক সহায়তা, হুইল চেয়ার এবং কৃত্রিম হাত-পা প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। আর আমাদের এই উদ্দেশ্যকে বাস্তুবায়ন করতে প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা।

আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় সরাসরি তাদের পাশে দাঁড়ান। যারা এই দেশের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন, তাঁদের এই বিপদের দিনে অন্তত চিকিৎসা সহায়তা দিয়ে পাশে থাকুন। আমাদের কাছে দুই শতাধিকেরও অধিক আহত শিক্ষার্থীর ডাটাবেস রয়েছে। আপনারা চাইলে তাঁদের সরাসরি সহায়তা দিতে পারবেন।
সাধ্যমত এগিয়ে আসুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে।

✳️অনুদান দিন-
✅বিকাশ(মার্চেন্ট- পেমেন্ট করুন) 01730482278
✅নগদ(মার্চেন্ট- পেমেন্ট করুন) 01730482279
✅যোগাযোগ ও বিকাশ(সেন্ডমানি) 01321146625
✅অনলাইনে থেকে https://www.mastul.net/donate/

রোগীর নম্বরঃ –01755475954 -(Bkash) 01763459460 – (B-kash) 

Zakat

Zakat

Give Zakat to Empower the Helpless People.

Qurbani

Qurbani

Give Qurbani to Feed The Needy

Flood

Flood

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন

Support Gaza

Support Gaza

Extend your generous support to the people of Gaza Strip.